http://www.usalistingdirectory.com/science_and_technology/

Header Ads

সরকারি চাকরি বিজ্ঞপ্তি,২০২০


““সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর””

***প্রকাশিত হল ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি***

Image result for logo of সামরিক-ভূমি-ও-ক্যান্টনমে/"
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/০১/২০২০ খিস্টাব্দ বিকাল ০৫.০০ টা

শর্তাবলী
১।। প্রার্থীর বয়স ০১/১২/২০১৯ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযােদ্ধার/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে
বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এভিডেভিট গ্রহণযােগ্য নয়। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। বিভাগীয় প্রার্থী বলতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন এমইও দপ্তরসমূহে রাজস্ব খাতভূক্ত পদে কমপক্ষে ০২ (দুই) বৎসর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকুরিরত-কে বুঝাবে।
২। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে
পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://dmlc.teletalk.com.bd ও
WWW.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৫/০১/২০২০ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/০১/২০২০ খিস্টাব্দ বিকাল ০৫.০০ টা।
পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-১ এ বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২/-(একশত বার) টাকা এবং ক্রমিক নং-২ থেকে ৪ নং
পদের জন্য সার্ভিস চার্জসহ। ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে
৩। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময়।
অবশ্যই প্রদর্শন করতে হবে।
৪।মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
৫। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।
৬।আবেদনকারী মুক্তিযােদ্ধার/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের।
ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
৭। নিয়ােগের ক্ষেত্রে প্রযােজ্য কোটাসহ সরকারের প্রচলিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।
৮। নিয়ােগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশােধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

তাই সময় শেষ হবার আগেই আবেদন করুন।


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.